- দক্ষিণ এশিয়ার ফেডারেল রাষ্ট্র ভারত।
- দক্ষিণ এশিয়ার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নেপাল ও ভারত। (এশিয়া মহাদেশ)
- দক্ষিণ এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
- দক্ষিণ এশিয়ায় প্রথম স্বাধীন আফগানিস্তান।
- দক্ষিণ এশিয়ায় জনসংখ্যায় সর্বোচ্চ ঘনত্ব বাংলাদেশ।
- দক্ষিণ এশিয়ায় জনসংখ্যায় সর্বনিম্ন ঘনত্ব মালদ্বীপ।
- দক্ষিণ এশিয়ায় আয়তনে মুসলিম বড় দেশ পাকিস্তান।
- দক্ষিণ এশিয়ায় আয়তনে মুসলিম ছোট দেশ মালদ্বীপ।
- দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় জনসংখ্যায় দেশ ভারত (বিশ্বে ২য়)।
- দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ছোট জনসংখ্যায় দেশ মালদ্বীপ।
- দক্ষিণ এশিয়ায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সর্বোচ্চ মালদ্বীপ।
- দক্ষিণ এশিয়ায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সর্বনিম্ন আফগানিস্তান।দক্ষিণ এশিয়াঃ দেশের সংখ্যা ৮টি । বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা।
দক্ষিণ-পূর্ব এশিয়াঃ দেশের সংখ্যা ১১টি। মালয়েশিয়া, ভিয়েতনাম, মায়ানমার, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, ইন্দোনেশিয়া, তিমুর-লিসতে, ব্রুনাই, থাইল্যান্ড, ফিলিপাইন। (এশিয়া মহাদেশ)
উত্তর পশ্চিম এশিয়াঃ দেশের সংখ্যা ১৪টি। ইরাক, ইরান, সৌদি আরব, সিরিয়া, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক, কাতার, ইয়েমেন, কুয়েত, লেবানন, জর্ডান, ইসরাইল।

দূর প্রাচ্যঃ দেশের সংখ্যা ৫টি। জাপান, মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিন কোরিয়া।
মধ্য এশিয়াঃ দেশের সংখ্যা ৬টি। উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান।
এশিয়া মহাদেশের সকল তথ্য
- জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ বোর্নিও, যেটি এশিয়ারও বৃহত্তম দ্বীপ, দ্বীপটির অপর নাম কালিমাস্তান।
- পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ।
- এশিয়ায় মোট স্বাধীন রাষ্ট্র ৪৪টি, এর মধ্য সর্বশেষ তিমুর-লিসতে দেশ। (এশিয়া মহাদেশ)
- এশিয়ায় মোট জাতিসংঘভুক্ত রাষ্ট্র ৪৪টি।
- আয়তনে এশিয়ায় বৃহত্তম দেশ হচ্ছে চীন।
- আয়তনে এশিয়ায় ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- এশিয়ায় তথা বিশ্বের সর্বাধিক রাষ্ট্র ভাষার দেশ হল ভারত।
- এশিয়ায় তথা পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ হল জাপান।
- এশিয়ায় জনসংখ্যায় বৃহত্তম দেশ চীন।
- এশিয়ায় জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- সাংবিধানিক ভাবে এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র শ্রীলংকা।
- সাংবিধানিক ভাবে এশিয়ার খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন।
- এশিয়ায় ইউরোপের প্রাচীনতম উপনিবেশ ম্যাকাও।
- এশিয়ায় বৃহত্তম দ্বীপ বোর্নিও।
- এশিয়ায় বৃহত্তম সাগর দঃ চীন সাগর।
- এশিয়ায় বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ।
- এশিয়ায় বৃহত্তম হ্রদ কাম্পিয়ান।
- এশিয়ায় উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
- এশিয়ায় উচ্চতম পর্বত শ্রেণী হিমালয়।
- এশিয়ায় বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি (মঙ্গোলিয়া)।
- এশিয়ায় দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (চীন)।
- এশিয়ায় সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট।
- এশিয়ায় আয়তনে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কাজাখস্তান।
- এশিয়ায় জনসংখ্যায় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। (এশিয়া মহাদেশ)
- এশিয়ায় বৃহত্তম ফেডারেল রাষ্ট্র ভারত।
ভৌগোলিক প্রেক্ষাপটে এশিয়া
- এশিয়ায় সর্বাধিক দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া।
- এশিয়ায় ভূমিকম্প এবং অগ্নুৎপাত যে দেশটির প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটি হল জাপান।
- এশিয়ায় প্রবাল দ্বীপ রাষ্ট্র বলে খ্যাত মালদ্বীপ।
- এশিয়ায় দূরপ্রাচ্যের মঙ্গোলিয়া দেশটির চারিদিকে পর্বত বেষ্টিত।
- এশিয়ায় দূরপ্রাচ্যের মঙ্গোলিয়া দেশটির অধিকাংশ অধিবাসী যাযাবর।
- দক্ষিণ এশিয়ায় শ্রীলংকা দেশে সারা বছর বৃষ্টিপাত হয়।
- এশিয়া মাইনর ভূমধ্যসাগরের পূর্ব উপকূল।
- এশিয়ায় শীতল মরু জলবায়ুর অন্তর্গত মধ্যপ্রাচ্যের দেশ হল ইরান।
- এশিয়ায় হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি।
- এশিয়ায় পৃথিবীর ছাদ বলা হয় পামীর মালভূমিকে (দীর্ঘতম মালভূমি)। (এশিয়া মহাদেশ)

দক্ষিণ এশিয়া
- দক্ষিণ এশিয়ায় আয়তনে বড় দেশ ভারত (বিশ্বে ৭ম)।
- দক্ষিণ এশিয়ায় আয়তনে ছোট দেশ মালদ্বীপ।
- দক্ষিণ এশিয়ার একমাত্র সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র শ্রীলংকা।
- দক্ষিণ এশিয়ার ইসলামী প্রজাতান্ত্রিক দেশ পাকিস্তান ও আফগানিস্তান।
- দক্ষিণ এশিয়ার শাসনতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ ভূটান।
### অনলাইন কুইজ প্রতিযোগীতায় অংশ নিতে ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/quizolympiad